Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রশিক্ষণ সংক্রান্ত পরামর্শ

০১. সর্ব প্রথমে অত্র কার্যালয় হতে আবেদনপত্র গ্রহণ করতে হবে

০২. প্রার্থীকে  আবেদনপত্রে পূর্ণ ঠিকানা ও দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে।

০৩. অসহায় দুঃস্থ স্বামী  পরিত্যক্তা , বিধবা ও দুঃস্থ, পঙ্গু স্বামীর স্ত্রীদের  প্রাধান্য দেওয়া হবে।

০৪. প্রাথীকে তাহার স্ব-স্ব  এলাকার পৌরসভা /ইউনিয়ন পরিষদ এর নিকট চারিত্রিক ও স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট জমা দিতে হবে।

০৫. প্রর্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে সীমাবব্ধ  হতে হবে ।

০৬.  শিক্ষাগত যোগ্যতা  ৮ম শ্রেণী  পাশ  হতে হবে ।

০৭. আবেদন কারীর ছোট সন্তানের বয়স ৭ বৎসর হতে  হবে । 

০৮.  গর্ভবতী  মহিলাদের আবেদন  গ্রহনযোগ্য হবেনা । কোন  গর্ভবতী মহিলা কোন ভাবে তালিকাভুক্ত  হলে তাকে বাতিল করা  হবে।

০৯.   স্কুল/কলেজ অধ্যয়নরত  বা অন্য কোন  প্রতিষ্ঠানে  জড়িত  প্রার্থীগণ  আবেদন  করতে পারবেনা ।

১০.   প্রার্থীকে প্রশিক্ষণে আগ্রহী  হতে হবে। শারীরিক ও  মানসিকভাবে  সুস্থ  হতে  হবে  ।

১১.  আবেদন  পত্রের  সাথে ভোটার  আইডি কার্ড  অথবা  জন্মনিবন্ধন  কার্ড এর ফটোকপি  জমা  দিতে হবে  ।

১২.  মোট  ৩০ (ত্রিশ) জন প্রশিক্ষণার্থী  ভর্তি করা  হবে  ।

১৩.  সরকার কর্তৃক প্রদত্ত প্রশিক্ষণের  অনুকুলে  প্রশিক্ষণ বরাদ্দ প্রাপ্তি  সাপেক্ষে প্রশিক্ষণ  ভাতা প্রদান করা হবে  । 

১৪.  মৌখিক পরিক্ষা  সাক্ষাৎকার গ্রহনের জন্য  পৃথক কোন  পত্র বা কোন  প্রকার  যাতায়াত  ভাতা  প্রদান  করা হবে না।

১৫.  প্রার্থীকে ফ্রেম ও সূচ নিজ দায়িত্বে নিয়ে আসতে হবে।